আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

অর্থ উপদেষ্টার কর্মসূচি

১. সকাল সাড়ে ১১টায় পুরাতন সংসদ ভবন, তেজগাঁও এ প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা অনুষ্ঠিত হবে।

২. বেলা ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, ভবন-১, কক্ষ-৩০৪ বাংলাদেশ সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

৩. বেলা সোয় ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, ভবন-১, কক্ষ-৩০৪ বাংলাদেশ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান ও শিক্ষার্থীদের গাছ চেনার প্রতিযোগিতা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং নির্বাচিত স্টল মালিকদের মাঝে বেলা ২টা ৩০ মিনিটে বনভবন, আগারগাঁও এ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। স্থান: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর। সময়: সকাল ৯টা ৫০ মিনিট।