যুবলীগ নেতাকে জুতার মালা পরিয়ে র্যাবে দিলো বিক্ষুব্ধ জনতা
চট্টগ্রামের রাউজান থানার মুনিরিয়া যুব তাবলীগের দুটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুনিরীয়া যুব তাবলীগের দুইটি এবাদতখানা ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ৩টি মামলার মো. আনোয়ার হোসেন রাউজানের গহিরা এলাকায় অবস্থান করার খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গ্রেপ্তার যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে বিক্ষুব্ধ জনতা ঝাড়ু ও জুতার মালা পরানো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবলীগ নেতার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে গেলে আনোয়ারকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়।
মো. আনোয়ার হোসেন রাউজান থানার গোলজার পাড়া কাগতিয়ার বাসিন্দা।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন,‘ আজ রাউজান থানায় আনোয়ার হোসেনকে হস্তান্তর করার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’