ট্রেন উদ্বোধনের সময় ধাক্কাধাক্কি, রেললাইনে পড়ে গেলেন নেতা
নতুন এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করতে গিয়ে কর্মীদের ধাক্কাতে রেললাইনেই পড়ে গেলেন নেতা। গতকাল সোমবার ভারতে উত্তর প্রদেশে ঘটেছে এই ঘটনা। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই নারী বিজেপি নেতার নাম সরিতা বাহদৌরিয়া। পড়ে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ৬১ বছর বয়সী বিধায়ক সন্ধ্যা ছয়টার দিকে রেল প্ল্যাটফর্মে গিয়ে আগ্রা-বারানসী এক্সপ্রেস উদ্বোধন করেন। সেময় তিনি সবুজ পতাকা ধরে ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
একটা সময় নেতা-কর্মীদের তীব্র ধাক্কাধাক্কিতে প্ল্যাটফর্মে পড়ে যান সরিতা। দলের নেতা সঞ্জিব ভাদুরিয়া জানান, ‘রেল লাইন থেকে সরিতাকে তোলা হয়েছে। তিনি দৃশ্যত কোনো আঘাত পাননি। তবে ভেতরে কোনো জখম আছে কি না তা পরে জানানো হবে।’
ওই নারী বিধায়ক চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন এবং বর্তমানে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছে এনডিটিভি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস