নারীদের হিজাব নিয়ে পেজেশকিয়ানের বক্তব্য ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪
শেয়ার :
নারীদের হিজাব নিয়ে পেজেশকিয়ানের বক্তব্য ভাইরাল

 ইরানের নৈতিকতা পুলিশ বাধ্যতামূলক হিজাব পরা নিয়ে নারীদের আর বিরক্ত করবে না বলে জানিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

এর আগে ইরানে নারীদের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের কারণে শাস্তি দেওয়ার ব্যাপারে সতর্ক করে আসছিল জাতিসংঘ।

এদিকে মাহসা আমিনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেই মাসউদ পেজেশকিয়ানের এ বক্তব্য প্রকাশ পায়।

উল্লেখ্য, ২২ বছর বয়সী আমিনি পুলিশ হেফাজতে মারা যান। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তিনি সঠিকভাবে হিজাব পরেননি। তার মৃত্যু দেশব্যাপী বিক্ষোভের সূচনা করেছিল।

গত সপ্তাহে জাতিসংঘ জানায়, ইরান সরকার নারীদের অধিকার দমন করতে এবং প্রতিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতে তাদের প্রচেষ্টা বাড়িয়েছে।

এ পরিপ্রেক্ষিতেই হয়ত গতকাল সোমবার পেজেশকিয়ান বলেন, ‘নৈতিকতা পুলিশ আর রাস্তায় নারীদের মুখোমুখি হবে না।’

প্রসঙ্গত, এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের প্রশ্নের জবাবে হিজাব সংক্রান্ত মন্তব্যটি করেন সংস্কারপন্থী নেতা পেজেশকিয়ান। প্রশ্নকারী নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে আসার সময় পুলিশ ভ্যান এড়াতে বিকল্প পথ নিয়েছিলেন বলে জানান। তিনি এমনভাবে হিজাব পরেছিলেন যে, তার চুল দৃশ্যমান ছিল।

পেজেশকিয়ান সেই নারী সাংবাদিককে জিজ্ঞেস করেন, পুলিশ এখনও রাস্তায় আছে কিনা। প্রেসিডেন্ট তাকে নিশ্চিত করে বলেন, নৈতিকতা পুলিশ নারীদের মুখোমুখি হবে না। আমি নিশ্চিত করবো যেন তারা আর নারীদের বিরক্ত না করে।

পেজেশকিয়ানের এই মন্তব্য প্রধান প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কসহ ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল আইআরআইএনএনে সরাসরি সম্প্রচারিত হয়। সেই সঙ্গে ওই নারী সাংবাদিকের সঙ্গে কথোপকথনের ক্লিপটিও অনলাইনে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, জুলাইয়ে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিল পেজেশকিয়ানের প্রথম সংবাদ সম্মেলন। তিনি দেশটির অতি রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হন। নির্বাচনী প্রচারের সময় তিনি বাধ্যতামূলক হিজাব আইন প্রয়োগের জন্য পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর পাশাপাশি দেশের দীর্ঘ সময় ধরে চলা ইন্টারনেট নিয়ন্ত্রণও শিথিল করার অঙ্গীকার করেছেন তিনি।