মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ঢাকায়, রয়েছেন ডিবিতে
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী
অবৈধভাবে ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত থেকে আটক করা সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে ঢাকায় আনা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার এজাহারে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নাম রয়েছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জানা গেছে, গতকাল সোমবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেন তারা। আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালক সেলিম।
এর আগেও গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?