কবরস্থানে পড়ে ছিল রিভলবার-গুলি
সিরাজগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কবরস্থান থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গতকাল সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া পৌর কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শহরের মালসাপাড়া কবরস্থানে অস্ত্র ও গুলি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় কবরস্থানের ভিতর থেকে একটি পয়েন্ট টুটু ক্যালিভার রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদ আল আমিন, ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল, সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম, এসআই শরিফুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।