নানকের ভারতে পালিয়ে যাওয়ার ‘গুজব’, সীমান্তে তল্লাশি
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন- এমন গুঞ্জন ওঠে। পরে এ সীমান্ত এলাকার কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও বিজিবি। তবে পাওয়া যায়নি নানককে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকাল থেকে স্থানীয় বাসিন্দারা লোকমুখে শুনেছেন জাহাঙ্গীর কবির নানক জুড়ি উপজেলার ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিজিবি স্থানীয় তিনটি বাড়ি তল্লাশি করে। তবে ওই সব বাড়িতে আওয়ামী লীগের কোনো নেতাকের্মীকে পাওয়া যায়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ফুলতলা সীমান্ত দিয়ে ভারত যাওয়ার জন্য জুড়িতে অবস্থান করেছেন। এই সংবাদের ভিত্তিতে আমরা তিনটি বাড়ি তল্লাশি করি। তবে এসব বাড়িতে আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?