যে ছদ্মবেশ নিয়ে পালাতে চেয়েছিলেন শ্যামল দত্ত
দাড়ি কেটে নতুন ছদ্মবেশ নিয়েও পালাতে পারলেন না দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আজ সোমবার ভোর ৬টার দিকে তাকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মেল বাবু ও আরও দুজন আটক হয়েছেন।
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুদের আটক সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, ধোবাউড়া থানায় বসে আছেন তারা। এ সময় মোজাম্মেল বাবু আটক বাকি দুজনের সঙ্গে বসে আছেন। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চেয়ারের বিপরীত চেয়ারে একা বসে আছেন শ্যামল দত্ত। এ সময় তাকে দাড়িবিহীন অবস্থায় দেখা যায়। যদিও অনেক বছর ধরে নিজের পছন্দের মাপে দাড়ি রাখছেন শ্যামল দত্ত।
এদিকে, শ্যামল-মোজাম্মেলদের আটকের বিষয়ে আজ দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম জানান, ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ চারজনকে আটক করে ধোবাউড়া থানায় রাখা হয়। তাদের ওষুধপত্রসহ প্রয়োজনীয় জরুরি সেবা দেওয়া হয়েছে। ঢাকায় তাদের নামে মামলা রয়েছে। ঢাকা থেকে ডিবির একটি টিম তাদেরকে নিয়ে যায়। তাদের নামে যেখানে যেখানে মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ধোবাউড়া থানায় শ্যামল দত্ত। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে মো.ফজলু হত্যার ঘটনায় ভাসানটেক থানায় দায়ের করা এক মামলায় শ্যামল দত্তকে আসামি করা হয়েছে। অন্যদিকে, যাত্রাবাড়ীতে নাঈম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় রয়েছে মোজাম্মেল বাবুর নাম।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে তারাসহ মোট ৫৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে ৩০ জন সাংবাদিক। আন্দোলনে নিহত রিয়ানের বাবা আব্দুর রাজ্জাক গত ২৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। এতে শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুর নাম রয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?

গত ৬ আগস্ট আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যেতে চাইলেও শ্যামল আটকে দেন ইমিগ্রেশন কর্মকর্তারা
এর আগে গত ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে সপরিবারে ভারতে যেতে চেয়েছিলেন শ্যামল দত্ত। তবে বাংলাদেশি ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে যাওয়া আটকে দেন।