কাজলকে কেন সহ্য করতে পারে না শাহরুখপুত্র!
শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান নাকি অভিনেত্রী কাজলকে সহ্য করতে পারত না। দেখলেই রেগে যেত। যদিও কিং খানের সঙ্গে পর্দায় যেসব নায়িকার রসায়ন সবচেয়ে ভালো ছিল, তাদের অন্যতম কাজল।
তবে কাজলকে কেন এত অপছন্দ করত শাহরুখপুত্র আব্রাম? এর কারণ শাহরুখ নিজেই ফাঁস করেছেন। পরিচালক রোহিত শেট্টিরও কারণেই আব্রাম কাজলকে অপছন্দ করতেন।
২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবির একটি দৃশ্যে শাহরুখকে আঘাত পেতে দেখা যায়। সে বয়সে বাস্তব এবং ছবির মধ্যে পার্থক্যটা বুঝতে শেখেনি ছোট্ট আবরাম। বেচারা ভেবেই বসেছে, ছবির নায়িকা কাজলের জন্যই তার বাবা ব্যথা পেয়েছেন।
এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘আব্রাম কাজলের ওপর রেগে গিয়েছিল। রাগ সামলাতে না পেরে কাজলকে সে বলেই বসে, ‘পাপা ব্রোকেন!’ অর্থাৎ, বাবা ভেঙে গেছে।’ হেসে হেসে শাহরুখ বলেন, ‘আমি জানি আমার সঙ্গে কাজলের জুটিটা আব্রাম পছন্দ করেনি।’
তবে, ছোট্ট আব্রামের এই জুটিকে পছন্দ না হলেও বলিউডে দর্শকের অন্যতম পছন্দের জুটি ছিল শাহরুখ-কাজল। অসংখ্য ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা দু’জন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি