ঘরের মধ্যে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯
শেয়ার :
ঘরের মধ্যে পড়ে ছিল পোশাকশ্রমিকের মরদেহ

গাজীপুরের শ্রীপুরে মোছা. রাহেলা আক্তার (২৫) নামের এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীকে পাওয়া যাচ্ছে না।

গতকাল রবিবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়ির লোকজন ঘরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত ১০টার দিকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। রাহেলা স্থানীয় ব্লুপ্লানেট নামক পোশক কারখানার অপারেটর পদে চাকরি করতেন। তাৎক্ষনিকভাবে রাহেলা ও তার স্বামীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বাড়ির লোকজন জানায়, মাত্র ৪-৫ দিন আগে রাহেলা ও তার স্বামী মূলাইদ গ্রামের বাদলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসেন। রাহেলা ওই গ্রামের পোষাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। রবিবার কোনো এক সময় রাহেলার স্বামী তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে স্ত্রীর মরদেহ ঘরে রেখে পালিয়ে যান। রাতে বাড়ির লোকজন ঘরে রাহেলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাৎক্ষনিকভাবে নিহত ও তার স্বামীর নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।