ত্বকী হত্যা: আদালতে কাজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৩
শেয়ার :
ত্বকী হত্যা: আদালতে কাজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন কাজল হাওলাদার। 

আজ রবিবার পাঁচদিনের রিমান্ড শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে হাজির করা হয়। সেখানে তার জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

অপরদিকে একই মামলায় গ্রেপ্তারকৃত মামুন এবং শিপনের ছয় দিনের রিমান্ড শেষে একই দিনে আদালতে হাজির করা হয়। একই আদালত গ্রেপ্তারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করে র‌্যাব। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আজ রবিবার রাতে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন। 

উল্লেখ্য নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার ঘটনায় দীর্ঘদিন পর র‌্যাব চলতি মাসে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের গাড়ি চালক জামশেদ শেখ, শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও কাজল হাওলাদার। গ্রেপ্তারের পর র্যাব সব আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের মধ্যে কাজল হাওলাদার রবিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় মেধাবী এ কিশোর সারাবিশ্বে পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩০০ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছিলেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।