জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডে কণ্ঠশিল্পী ন্যান্সি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জুরি বোর্ডের সদস্য হয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
আজ রবিবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
জুরি বোর্ডের সদস্য হওয়ার প্রতিক্রিয়ায় ন্যান্সি জানান, ‘আমি এই মুহূর্তে ভীষণ সম্মানিত বোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে যারা আমাকে এই কাজে উপযুক্ত মনে করেছেন। একইসাথে দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে এই জুরি বোর্ডে স্থান পেয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন সহ আরও অনেকে।
বোর্ডে সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও আছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের উদ্দেশে ২০২৩ পঞ্জিকা বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়নপূর্বক পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ১৩ সদস্যের ‘জুরি বোর্ড’ পুনর্গঠন করে মন্ত্রণালয়।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করে জুরি বোর্ড আগামী ০২ (দুই) মাসের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলমিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’