জাতীয় সংসদ ও স্বাস্থ্য শিক্ষায় নতুন সচিব, নার্সিং অধিদপ্তরের ডিজিকে ওএসডি

অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৮
শেয়ার :
জাতীয় সংসদ ও স্বাস্থ্য শিক্ষায় নতুন সচিব, নার্সিং অধিদপ্তরের ডিজিকে ওএসডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এবং জাতীয় সংসদ সচিবালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান (সচিব) মো. সারোয়ার বারীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ার উল্ল্যাহ।

তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।