আগামীতে কোনো ধরনের ট্যাগিংয়ের রাজনীতি চলবে না: শিবির সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, ‘আগামীতে কোনো ধরনের ট্যাগিংয়ের রাজনীতি চলবে না। গত ১৫ বছর ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সব চেয়ে যেটি বেশি ভূমিকা রেখেছে সেটি ছিলো ট্যাগিংয়ের রাজনীতি। কথায় কথায় রাজাকার; নামাজ পড়লে শিবির; দাঁড়ি রাখছে এজন্য সে শিবির; টাকনুর উপরে প্যান্ট পড়ে এজন্য সে শিবির; মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে না এজন্য সে শিবির; সে মাদকাসক্ত হয় না এজন্য সে শিবির। কত নির্মম এই রাষ্ট্র। এই রাজনীতি আর চলতে দেয়া হবে না।’
আজ রবিবার রাজশাহী নগরীর তেরোখাদিয়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। কেউ যদি আমাদের প্রতিপক্ষ বানায় তাবে তাদের প্রতি আমাদের ম্যাসেজ হলো আদর্শকে অদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে কোনো ধরনের ট্যাগিং প্রপাগান্ডা দিয়ে মোকাবেলা করতে আসবেন না। কারণ আমরা যা আদর্শকে লালন করি, এটি কোনো ওয়াকশপ করে বানানোর আদর্শ নয়। আল্লাহর কাছে থেকে পাঠানো আদর্শ মেনে চলি। আপনি দুনিয়ার আদর্শ দিয়ে আমাদের মোকাবেলা করতে পারবেন না। কোনো ধরনের ট্যাগিং, প্রপাগন্ডা মিথ্যাচার দিয়ে যারা মোকাবেলা করতে আসবে, ভবিষ্যতে তাদের এই ফ্যাসিজমের দোসর হিসেবে চিহ্নিত করা হবে।’
মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন, মহানগর জামায়াতের যুব বিভাগের সভাপতি জসীম উদ্দিন সরকার।