বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জড়িত ২৫ এজেন্সি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৫
শেয়ার :
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, জড়িত ২৫ এজেন্সি

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত একাধিক চক্র। এমন অভিযোগে ২৫টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভারতের পাঞ্জাবে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মিথ্যা চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতে এই এজেন্সিগুলো। ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তারা তরুণদের আকৃষ্ট করতো।

সেই বিজ্ঞাপনে পশ্চিমা দেশ ও রাশিয়ায় লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেওয়া হতো। এরপর হাতিয়ে নেওয়া হতো টাকা। গত কয়েকদিন অভিযান চালিয়ে এমন ২৫টি এজেন্সির খোঁজ পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

পাঞ্জাব পুলিশের অতিরিক্ত মহাপরিচালক প্রবীন কে সিনহা বলেছেন, এই এজেন্সিগুলো লাইসেন্স ছাড়াই কাজ করছিল। তাদের কোনো অনুমোদন ছিল না। আমরা অনুসন্ধান চালিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।