নাটকে ফিরলেন অপূর্ব, সঙ্গে আছেন তটিনী
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এক সময় নাটকে ব্যস্ত থাকা এই শিল্পী বর্তমানে ওটিটি’র কাজেই বেশি সময় দিচ্ছেন। তবে মাঝে মধ্যে দু’একটি নাটকে হাজির হচ্ছেন। তাও আবার বিশেষ কোনো কাজে। সর্বশেষ ‘গোলাম মামুন’ দিয়ে ওটিটিতে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছিলেন অপূর্ব।
অবশেষে মাস কয়েক বিরতির পর আবার নাটকের শুটিংয়ে ফিরলেন ছোটপর্দার এই অভিনেতা। গেল শনিবার থেকে রাজধানীর উত্তরায় নতুন নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাম ‘অ্যাবসেন্ট মাইন্ড’। রুবেল হাসানের পরিচালনায় এতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তানজিম সাইয়ারা তটিনী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরিচালক রুবেল হাসান বলেন, ‘অপূর্ব ভাইয়া অনেক দিন পর শুটিংয়ে ফিরলেন। এখানে তার সঙ্গে রয়েছেন তটিনী। এই জুটিকে নিয়ে একসঙ্গে দুটি নাটকের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জানা গেছে, আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নাটকটি শিগগিরই ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’