ভেনেজুয়েলায় মাদুরোকে হত্যাচেষ্টার অভিযোগে মার্কিন সামরিক সদস্য গ্রেপ্তার
ভেনেজুয়েলার প্রেসিডন্টে নিকোলাসা মাদুরোকে হত্যাচেষ্টার অভিযোগ ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। তাদের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মার্কিন নৌবাহিনীর সিল সদস্যও আছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সঙ্গে জড়িত রয়েছে। তারা নিকোলাস মাদুরোকে গুপ্তহত্যা করতে চেয়েছিল। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই দাবি প্রত্যাখ্যান করেছে।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাবেলো বলেন, ওই নেভি সিল কর্মকর্তার নাম উইলিয়াম জোসেফ। তিনিই এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আটক ছয়জনের মধ্যে তিনজন মার্কিনি, দুই জন স্প্যানিশ ও একজন চেক প্রজাতন্ত্রের বলে জানা গেছে।
গত জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেন নিকোলাস মাদুরো। তবে এই ফল প্রত্যাখ্যারন করেছে বিরোধীদলীয় জোট। ফল নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস