ভুবনেশ্বরকে ছাড়িয়ে সাকিবের ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন আমির
রেকর্ডের খেলা ক্রিকেট। খেলাটিতে প্রতিনিয়ত কত-শত রেকর্ড ভাঙা ও গড়া হয় সেসব রেকর্ডও রাখা কঠিন। এই যেমন একটি রেকর্ডে ভারতের পেসার ভুবনেশ্বর কুমারকে ছাড়িয়ে গেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন দেওয়ার রেকর্ডে এককভাবে তিনে এখন পাকিস্তানের এই বাঁহাতি পেসার।
চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এন্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন আমির। টুর্নামেন্টের ১৩তম ম্যাচে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ২ ওভার ৩ বল করে ১১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই বাঁহাতি পেসার। এরই মধ্যে আদায় করে নেন একটি মেডেন। গড়া হয়ে যায় রেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের মেডেন ওভারের সংখ্যা এখন ২৫টি। এতদিন ভুবনেশ্বর কুমারের সমান ২৪টি মেডেন নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন আমির।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
যেকোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সুনীল নারাইনের দখলে। ক্যারিবিয়ান এই স্পিনার এখনো পর্যন্ত ৩০টি মেডেন আদায় করে নিয়েছেন। এই তালিকায় দুইয়ে থাকা বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসানের মেডেন সংখ্যা ২৬টি। তার কাঁধে এখন নিঃশ্বাস ছাড়ছেন আমির।
৩২ বছর বয়সী আমিরের টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড দুর্দান্ত। এখনো পর্যন্ত খেলা ৩০২ ম্যাচে ৩৪৭ উইকেট শিকার করেছেন তিনি। চলতি সিপিএলে ৭ ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন তিনি।