চার সংস্থায় নতুন পরিচালক নিয়োগ, ওএসডি এনামুল করিম

অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪
শেয়ার :
চার সংস্থায় নতুন পরিচালক নিয়োগ, ওএসডি এনামুল করিম

এবার চার সংস্থায় নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল শনিবার এক আদেশে তাদের এ নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

এ আদেশের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সায়েদুল ইসলামকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক, জাকিয়া সুলতানাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক, লাননী ইয়াসমিনকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক ও মোহাম্মদ আশরাফ উদ্দিনকে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া পৃথক একটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

তবে, সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এনামুল করিমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও সমালোচনার মুখে পরদিন ১০ সেপ্টেম্বর উপসচিব এনামুল করিমের সিলেটের ডিসি নিয়োগ বাতিল করা হয়।

উল্লেখ্য, সিলেটে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর ফেনীর সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এনামুল করিমের নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এনামুল করিমের বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচানোর প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।