আজ কোথায় কী আয়োজন?

অনলাইন ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন?

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকেল ৩টায় সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিংয়ের সঙ্গে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা।

গণসমাবেশ

বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গেন্ডারিয়া-সূত্রাপুর থানা শাখার উদ্যোগে গেন্ডারিয়া কাঠেরপুল চত্বরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

বিএনপির কর্মসূচি

বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টিসিবির পণ্য বিক্রয়

রবিবার থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। সাশ্রয়ী মূল্যে সারা দেশের এক কোটি পরিবারকে দেয়া হবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।

উন্মুক্ত আলোচনা

রবিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এ উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) আয়োজন করেছে ‘অভ্যুত্থানের চল্লিশ দিন: মানুষ কি ভাবছে?’ শিরোনামের একটি উন্মুক্ত আলোচনা সভা হবে। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক ইমরান মতিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো মির্জা এম. হাসান, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ মোহাম্মদ শাহান।

এছাড়া উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক উপকমিটির রওনক জাহান, মামুন আব্দুল্লাহি, মো. আসাদুজ্জামান, সামান্তা শারমিনসহ আরও অনেকে।

গোলটেবিল আলোচনা

বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত ৭ দফা প্রস্তাবনা বিষয়ক গোলটেবিল আলোচনা সভা হবে। বেলা সাড়ে ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হওয়ার কথা। এতে থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ বিভিন্ন যুব সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ।