সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল দিবাগত রাতে র্যাব-২ এর একটি টিম তাকে গ্রেপ্তারের পর আদাবর থানায় হস্তান্তর করে। পরে মধ্যরাতে থানা থেকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে পাঠানো হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে রাজধানীর ইস্কাটন এলাকা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, ‘সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তারের পরে র্যাব ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে যায়।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পুলিশ জানিয়েছে, ফরহাদ হোসেনকে থানায় হস্তান্তরের পর তাকে কার্যালয়ে পাঠানো হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এখনো নিশ্চিত নয়।