৮ বছর পর নিজ এলাকায় জামায়াত নেতা নিজামীর ছেলে
জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন ৮ বছর পর নিজ এলাকা পাবনার সাঁথিয়ায় আসেন। আজ শনিবার দুপুরে উপজেলার মনসথপুরে তার বাবার কবর জিয়ারত করেন তিনি।
বাবার কবর জিয়ারত শেষে সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মোকলেছুর রহমানের সভাপতিত্বে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নাজিব বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে শহিদ নিজামীর রক্তের বদলা নেওয়া হবে।’
বক্তব্যের শুরুতে ব্যারিস্টার নাজিব ফ্যাসিবাদের পতনে আল্লাহর শুকরিয়া আদায় করেন ও ছাত্র জনতাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘মাওলানা নিজামীকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে হাসিনা ও তার দোষরেরা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য হত্যা করেছে। আমারা প্রতিহিংসায় বিশ্বাসী নই, ন্যায় বিচারে বিশ্বাসী। যারা অপরাধ করেছেন, তাদের বিচারের দায়িত্ব সরকারের, আমরা আশা করব, সরকার ন্যায় বিচার নিশ্চিত করবে। কোনো সরকারই শেষ সরকার নয়, কোনো বিচারই শেষ বিচার নয়। আমরা মুসলিম হিসেবে পরকালে, বিচার দিবসে বিশ্বাসী। অপরাধীদের এই দুনিয়ায় বিচার না হলেও আল্লাহর পাকড়াও থেকে কেও রক্ষা করতে পারবে না।আল্লাহর কাছে শহিদের একফোটা রক্তের দাম খুনি ফ্যাসিবাদী ও তার দোসরদের চাইতে অনেক বেশি। এই রক্তের বদলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমেই নেওয়া হবে।’
তিনি বলেন, ‘সাঁথিয়াই আমার ঠিকানা, শুধুমাত্র শহিদ নিজামীর সন্তান হওয়ার কারণে গত ৮টি বছর দেশে আসতে দেয়া হয়নি। বাবার কবর জিয়ারত করতে দেয়া হয় নাই।’
নিজামীর স্বপ্ন ছিল একটি জনকল্যাণমূলক ইসলামী রাষ্ট্র গড়া জানিয়ে এই সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ডা. আব্দুল বাসেত খান, পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সালেহ মো. আব্দুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ব্রিটেনে থাকার পর গতকাল শুক্রবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ব্যারিস্টার নাজিব মোমেন। আজ তিনি নিজ এলাকায় যান।