আমাদের সময়ে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের বহুল প্রচলিত নতুন ধারার দৈনিক আমাদের সময়ে ‘ঔষধমুক্ত সুস্থ জীবন’ এই স্লোগানে বাংলাদেশস্থ আমেরিকান ওয়েলনেস সেন্টারের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দৈনিক আমাদের সময়ের কনফারেন্স এ ‘স্বাস্থ্য বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়।
আমেরিকান ওয়েলনেস সেন্টারের উপদেষ্টা মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক আমাদের সময়’ এর নির্বাহী সম্পাদক মাইনুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের হেড অব মার্কেটিং রাশেদুল হাসান, হেড অব অনলাইন মঈন বকুল এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি।
সেমিনার সঞ্চালনায় ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের পুষ্টিবিদ রুথিকা ইসলাম রশনি। সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চিকিৎসক ডা. এজাজ মাহমুদ। তিনি খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের মাধ্যমে কীভাবে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, ও কিডনি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারের অংশ হিসেবে স্বাস্থ্য বিষয়ে একটি ডকুমেন্টারি ও প্রেজেন্টেশন প্রদর্শিত হয়। এছাড়া উপস্থিত অতিথিদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু