ফিফার পেজে চিরকুটের গান

বিনোদন প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৭
শেয়ার :
ফিফার পেজে চিরকুটের গান

ফুটবল বিশ্বকাপের দিনগুলোতে উন্মাদনায় মেতে ওঠে গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। এবার সেই ফিফা ওয়ার্ল্ড কাপের ভেরিফায়েড পেজের বাজল বাংলা ভাষার ছন্দ। আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের কয়েক কলি।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ফিফা ওয়ার্ল্ড কাপ ফেসবুক পেজে রিলটি শেয়ার করে লেখা হয়, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদেরই মাঝে।’

ভিডিওটির শুরুতেই দেখা মেলে ঢাকার চিত্র। তারপর একে একে আসে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের নজরকাড়া মুহূর্ত। এই প্রতিবেদন লেখার সময় রিলটিতে ৫৬ হাজারের মতো রিঅ্যাকশন এসেছে। মন্তব্য করা হয়েছে ৫ হাজারের বেশি ও পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজার।

রিলটি নজরে পড়েছে চিরকুট’র ভোকালিস্ট ও দলনেতা শারমিন সুলতানা সুমির চোখেও। সামাজিক মাধ্যমে তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল/ ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফা’র অফিসিয়াল পেইজে একটা কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটা বাংলা গানের কিছু অংশ ব্যবহার করছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের “যাদুর শহর”। ভালো লাগছে।’

উল্লেখ্য, ২০১৩ সালে প্রকাশ পায় চিরকুটের ‘যাদুর শহর’ নামের অ্যালবামটি। শিরোনাম গানটির লিরিক লিখেছেন আনন্দ ও সুমি। সুর করেন পিন্টু, সুমি ও ইমন। মিউজিক প্রডাকশনে ছিলেন পাভেল অরিন। মূল ভাবনায় ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিল গানটি।