বৃষ্টিতে আপনারা কষ্ট পেয়েছেন, আমিও ঘুমাতে পারিনি: আন্দোলনকারীদের মমতা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪
শেয়ার :
বৃষ্টিতে আপনারা কষ্ট পেয়েছেন, আমিও ঘুমাতে পারিনি: আন্দোলনকারীদের মমতা

অনশন মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে আজ শনিবার হাজির হয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে গিয়ে নিজেকে আন্দোলকারীদের একজন বলে দাবি করেন তিনি। এ ছাড়া মমতা বন্দোপাধ্যায় জানান, গতরাতের বৃষ্টিতে ভিজে আন্দোলনকারীরা কষ্ট পেয়েছেন, সে কষ্টে তিনিও ঘুমাতে পারেননি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অনশন মঞ্চে আসায় মমতা বন্দোপাধ্যায়কে সাধুবাদ জানিয়েছেন জুনিয়র ডাক্তার। তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মমতার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন।

অনশন মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, কাল সারারাত ঝড়-বৃষ্টি হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারারাত ঘুমাতে পারিনি। আমারও কষ্ট হয়েছে। এই ঝড়-বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি। কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়।’

মমতা চলে যাওয়ার পরে জুনিয়র ডাক্তাররা জানান, মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের অভিভাবক। তাই তিনি যে কোনো জায়গায় আসতে পারেন। তিনি যে অনশন মঞ্চে এসেছেন, সেটা ইতিবাচক পদক্ষেপ। তাকে সাধুবাদ জানানো হচ্ছে। কিন্তু অভিভাবক হিসেবে আজ যে দৃষ্টিভঙ্গি দেখালেন, তা আগের ৩৪ দিনে দেখা যায়নি কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

আন্দোলনকারীরা আরও জানান, মমতা তাদের যেখানে বৈঠক করতে ডাকবেন, সেখানেই তারা যাবেন। তবে তাদের পাঁচ দফা দাবি মানতে হবে বলে জানিয়ে দিয়েছেন তারা।

নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা। এ আন্দোলৈনকারীরা মূলত আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচার চাইছেন। এ ছাড়া আরও কিছু দাবি রয়েছে তাদের।