সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলার প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাওভাবে একের পর এক হত্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। আজ শুক্রবার এক বিবৃতিতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।
পেশাদার সাংবাদিকদের এ ধরনের হয়রানিমূলক মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানান তারা।
সাংবাদিক নেতার বলেন, ‘ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ঢালাওভাবে মামলা না করতে বারবার নির্দেশনা দিলেও একটি মহল উদ্দেশ্যেপ্রনোদিতভাবে সাংবাদিকদের নামে মামলা করাচ্ছে। যা অনাকাঙ্ক্ষিত এবং কোনোভাবেই কাম্য নয়। পেশাদার সাংবাদিকদের হেনস্থা করার জন্যই এভাবে হত্যা মামলায় তাদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তারা আরও জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও তদন্ত ছাড়াই ভিত্তিহীনভাবে থানায় থানায় গণহারে আসামি দিয়ে মামলা রেকর্ড করায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে। এমন মামলা অতীতের পুনরাবৃত্তি বলে মনে করছে ক্র্যাব। এভাবে ঢালাও মামলায় আসামি করা হলে সংস্কার ও পরিবর্তনের যে কথা বলা হচ্ছে তা ব্যাহত হবে ।
স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের বন্ধ করার দাবি জানিয়েছেন ক্র্যাবের নেতারা। নেতারা ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল বারী নয়ন, ক্র্যাবের সাবেক প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভসহ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছেন আর দ্রুত মামলা প্রত্যাহার চেয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?