ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৩
শেয়ার :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতু থেকে উপজেলার আমিরাবাদ পর্যন্ত এ যানজট দেখা দেয়। তীব্র গরম ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার সকাল ১০ টা থেকে যানজট সৃষ্টি হয়। অতিরিক্ত গাড়ির চাপ ও উল্টোপথে যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মাইক্রোবাস চালক মো. সোহেল জানান, গ্যাস নিতে শুক্রবার সকাল থেকে মহাসড়কটির আশপাশের পাম্পগুলোতে পৌঁছাতে উল্টো পথে চলাচল করছে অসংখ্য যানবাহন। এ ছাড়াও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে এ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দাউদকান্দির শহীদনগর এলাকায় যানজটে আটকে ছিলেন ঢাকা থেকে নোয়াখালীগামী স্টার লাইন পরিবহনের বাসচালক কামাল হোসেন। তিনি জানান, যানবাহনের অতিরিক্ত চাপে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা সেতু এলাকা থেকে যানজটের কবলে পড়েন তিনি। ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৩০-৩৫ মিনিটের মতো। তবে আজ এ পথ অতিক্রম করতে তার সময়ে লেগেছে আড়াই ঘণ্টার বেশি।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসি বাসে করে ঢাকার গুলিস্তান থেকে গ্রামের বাড়িতে রওনা দেন দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের ব্যবসায়ী মো. খোকন ও দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের ডা. শাহআলম। তিনি বলেন, সোনারগাঁয়ের মেঘনা সেতু এলাকায় এসে যানজটে আটকা পড়েন তারা। এরপর তীব্র যানজটের কারণে মহাসড়কটির ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। অথচ স্বাভাবিক সময়ে ৩৫ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে মাত্র ৩০ মিনিট সময় লাগে।

এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, উল্টো পথে যানবাহন চলাচল এবং শুক্রবার ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মহাসড়কে দায়িত্বপালন করেছে। শুক্রবার দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে।