কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পড়ে ছিল তেজগাঁও রেলস্টেশনে

অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২
শেয়ার :
কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পড়ে ছিল তেজগাঁও রেলস্টেশনে

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফর্মে কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পরিত্যক্ত কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতে ঘটনাস্থল থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করি। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি, কে বা কারা একটি পরিত্যক্ত কাপড় দিয়ে পেঁচিয়ে রেললাইনের পাশে ওই কন্যা নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়।’

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’