চরম মুহূর্তে সাকিবদের হারাতে অভিনব ফিল্ডিং সাজিয়েছিল সমারসেট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ উত্তেজনার একটি ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। চার দিনের এই ম্যাচে সাকিব আল হাসানের দল সারে ১১১ রানে হারলেও ম্যাচের শেষদিকে দেখা গিয়েছিল টানটান উত্তেজনা। শেষ দিনের শেষ বিকেলে সমারসেটের বিপক্ষে সারের জয়ের কোনো সম্ভাবনা না থাকলেও হাতছানি দিচ্ছিল ড্র।
ম্যাচের তখন ৩ মিনিট বাকি, সারের হাতে ১ উইকেট। তখনই দেখা গেল এক অভিনব দৃশ্য। সারের ব্যাটার ড্যানিয়েল ওরালের ব্যাটিংয়ের সময় তাকে ঘিরে ধরেন সমারসেটের ফিল্ডাররা। বোলার-উইকেটকিপারসহ বাকি ১১ জনই ছিলেন ৩০ গজের ভেতরে। তখন বল করছিলেন জ্যাক লিচ।
ইংলিশ এই অফ স্পিনারের অফে করা বল প্যাডে লাগলে হাত তুলে আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান সমারসেটের সব ফিল্ডার। সঙ্গে সঙ্গে হাত তুলে ধরেন আম্পায়ার। ইতিহাস গড়ে সমারসেট।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
ম্যাচে ১৪ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় সারে। ম্যাচের ২০ ওভারের মতো বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ৯৫ ছিল ক্লাবটির রান। সেখান থেকে ডম সিবলি ও বেন ফোকস আউট হলে ধসে পড়ে সারের ইনিংস। শেষ পর্যন্ত ১০৯ রানে অলআউট হয় ক্লাবটি।
প্রথম ইনিংসে সাকিবের তোপে ৩১৭ রানে অলআউট হয় সমারসেট। জবাব দিতে নেমে ৩২১ রানে থামে সারে। দ্বিতীয় ইনিংসে সাকিবের আগুনঝড়া বোলিংয়ে ২২৪ রানেই অলআউট হয় সমারসেট। ফলে সারের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২১ রানের। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সারে। ১০৯ রানে অলআউট হয়ে হার দেখেছে ১১১ রানে।
ম্যাচে দুর্দান্ত বল করেছেন সাকিব। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩ ওভার ৫ বল করে ৯৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার শিকার হয়ে ফিরেছেন টম অ্যাবেল, কেসি আলড্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যানডেল। দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও বিধ্বংসী সাকিব। এবার ৯৬ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। এবার তার শিকার আরচি ভন, টম অ্যাবেল, জেমস রিউ, লুইস গ্রেগরি ও টম ব্যান্টন।