বৃষ্টি বেড়ে কমবে গরম, তৈরি হতে পারে নিম্নচাপ

অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২০
শেয়ার :
বৃষ্টি বেড়ে কমবে গরম, তৈরি হতে পারে নিম্নচাপ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। আর এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এতে করে গরম খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সাগরের লঘুচাপটি গতকাল রাতে সৃস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে। এতে করে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এটি ধীরে ধীরে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগসহ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আজ রাতের দিকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এদিকে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৪০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।