ভনের ছেলের তোপে সাকিবদের হতাশাজনক হার

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪
শেয়ার :
ভনের ছেলের তোপে সাকিবদের হতাশাজনক হার

মাত্র এক ম্যাচ খেলার জন্যই ইংল্যান্ড গিয়েছিলেন সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে দুর্দান্ত বলও করেছেন বাংলাদেশি এই স্পিনার। দলের সেরা বোলার হয়ে দুই ইনিংসে নিয়েছেন ৯ উইকেট। তবে এই পারফরম্যান্সেও দলকে জেতাতে পারলেন না তিনি। বল হাতে দাপট দেখিয়ে সারের বিপক্ষে সমারসেটকে জিতিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আরচি ভন। 

পাকিস্তান সিরিজের পর দলের সঙ্গে দেশে না এসে ইংল্যান্ডে চলে যান সাকিব। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে বল হাতে ভেলকি দেখান বাংলাদেশি এই স্পিনার। সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩ ওভার ৫ বল করে ৯৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার শিকার হয়ে ফিরেছেন টম অ্যাবেল, কেসি আলড্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট র‌্যানডেল। দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও বিধ্বংসী সাকিব। এবার ৯৬ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। এবার তার শিকার আরচি ভন, টম অ্যাবেল, জেমস রিউ, লুইস গ্রেগরি ও টম ব্যান্টন।

প্রথম ইনিংসে সাকিবের তোপে ৩১৭ রানে অলআউট হয় সমারসেট। জবাব দিতে নেমে ৩২১ রানে থামে সারে। দ্বিতীয় ইনিংসে সাকিবের আগুনঝড়া বোলিংয়ে ২২৪ রানেই অলআউট হয় সমারসেট। ফলে সারের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২১ রানের। তবে সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি সারে। ১০৯ রানে অলআউট হয়ে হার দেখেছে ১১১ রানে। 

---দুর্দান্ত বল করেছেন আরচি ভন।

সমারসেটের হয়ে প্রথম ইনিংসে ১০২ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন আরচি। দ্বিতীয় ইনিংসে নেন আরও ৫ উইকেট। ম্যাচে ১১ উইকেটসহ দুই ইনিংস মিলিয়ে ৪৭ রান করে দলের সেরা খেলোয়াড় তিনিই। সমারসেটের জয়ে জ্যাক লিচের অবদানও কম নয়। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৫ উইকেট। 

বল হাতে সফল হলেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। ম্যাচের তৃতীয় দিনে সারের প্রথম ইনিংস ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে নামেন সাকিব। তবে উইকেটে সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৪ বল খেলে ১২ রান করে ইংলিশ স্পিনার জ্যাক লিচের শিকার হয়ে ফেরেন তিনি। দলীয় ২১৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন সাকিব। দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতাই। সাকিবকে এবার শিকার করেছেন আরচি।