কমলার সঙ্গে আর বিতর্কে যাবেন না ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। এর আগে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্কে অংশ নিবেন না রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমনটি জানিয়েছেন।
ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘তৃতীয় কোনো বিতর্ক হবে না!’
ট্রাম্পের পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই এক র্যালিতে অংশ নিয়ে কমলা জানিয়েছেন, তিনি আরেকটি বিতর্কে অংশ নিতে চান। আর ভোটারদের কাছে তিনি এই বিতর্কের জন্য দায়বদ্ধ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রেসিডেন্ট নির্বাচনের আগে গত জুনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে অংশ নেন ট্রাম্প। বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর নানা ঘটনার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করে নেন বাইডেন।
তবে সবশেষ বিতর্কে ট্রাম্প কমলার কাছ ধরাশায়ী হয়েছেন বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্প-কমলার এবারের বিতর্কের আয়োজন করেছিল মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ। স্থানীয় সময় মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত ৯০ মিনিটের এ বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। বিতর্কটি ১৭টি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত হয়। মার্কিন গবেষণা সংস্থা নিয়েলসেনের তথ্য অনুযায়ী, এ বিতর্কটি ১৭টি টেলিভিশন নেটওয়ার্কে দেখেছে ৬ কোটি ৭০ লাখ মানুষ।