ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১
শেয়ার :
ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় ঝিনাইদহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

বার্তায় জানানো হয়, ৪ আগস্ট ঝিনাইদহ সদর এলাকায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করবে র‍্যাব।

দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়াদ্দার।