সিলেটে ব্যবসায়ী ও অটোচালকদের সংঘর্ষ, আহত ৩০
সিলেটে অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ভাঙচুর করা হয়েছে শতাতিক যানবাহন ও দোকানপাট। সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর দোকানের সামনে অটোরিকশার যাত্রী নামানো নিয়ে বিরোধের শুরু হয়। পরে তাদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে নগরীর আম্বরখানা পর্যন্ত। বিকেল ৩ টায় দুপক্ষকে নিয়ে বৈঠকে বসার চেষ্টা করেন পুলিশের একটি দল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নগরীর সড়কগুলোতে কোনো শৃঙ্খলা নেই। বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনের রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এ সময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন। প্রথমে দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে কয়েক দফায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। তারা লাঠিসোঠা নিয়ে এক পক্ষ অপর পক্ষকে ঢিল ছুঁড়তে শুরু করেন। ভাঙচুর করা হয় অর্ধশতাধিক গাড়ি ও সিটি মার্কেটের ৫টি দোকান। পরে বন্দরবাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন অটোরিকশাচালকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপক্ষকে নিয়ে বৈঠকে বসা হয়েছে। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।