স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে রোবেদ আমিনকে সরিয়ে দেওয়া হলো

অনলাইন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯
শেয়ার :
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে রোবেদ আমিনকে সরিয়ে দেওয়া হলো



স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (চলতি দায়িত্বে) পদ থেকে অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এক অফিস আদেশে এ তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে গত ১৯ আগস্ট অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সরিয়ে রোবেদ আমিনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) করে মন্ত্রণালয়। তবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রোবেদ আমিনের বিরুদ্ধে অভিযোগ তোলে তিনি ছাত্র–জনতার আন্দোলনের বিরোধিতা করেছেন। এ ছাড়া রোবেদ আমিন অসংক্রমক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর থাকার সময় ব্যাপক অনিয়ম–দুর্নীতি করেছেন বলেও অভিযোগ তোলে ড্যাব।

রোবেদ আমিনকে নিয়োগের পর ড্যাবের সমর্থক চিকিৎসক ও কর্মচারীদের একটি অংশ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে প্রতিদিনই সমাবেশ করে।