সাকিবের বিধ্বংসী বোলিংয়ে জয় দেখছে তার দল
বিধ্বংসী বোলিং করেছেন সাকিব। ছবি: সারে
পাকিস্তান সিরিজের পর দলের সঙ্গে দেশে না এসে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারের হয়ে খেলছেন তিনি। একটি ম্যাচই খেলার কথা সাকিবের। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে বল হাতে ভেলকি দেখিয়ে চলছেন বাংলাদেশি এই স্পিনার।
সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৩ ওভার ৫ বল করে ৯৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার শিকার হয়ে ফিরেছেন টম অ্যাবেল, কেসি আলড্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যানডেল। দ্বিতীয় ইনিংসে বল হাতে আরও বিধ্বংসী সাকিব। এবার ৯৬ রানের বিনিময়ে নিলেন ৫ উইকেট। এবার তার শিকার আরচি ভন, টম অ্যাবেল, জেমস রিউ, লুইস গ্রেগরি ও টম ব্যান্টন। সাকিবের এমন বোলিংয়ে জয়ের সুযোগ তৈরি হয়েছে সারের।
প্রথম ইনিংসে সাকিবের তোপে ৩১৭ রানে অলআউট হয় সমারসেট। জবাব দিতে নেমে ৩২১ রানে থামে সারে। দ্বিতীয় ইনিংসে সাকিবের আগুনঝড়া বোলিংয়ে ২২৪ রানেই অলআউট হয় সমারসেট। ফলে সারের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২১ রানের।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সমারসেটের দ্বিতীয় ইনিংসে সাকিব ৪ উইকেট তুলে নিয়েছিলেন গতকালই। আজ দলটির শেষ ব্যাটার ব্যান্টনকে সরাসরি বোল্ড করেন তিনি। ৬৫ বলে ৪৬ রান করে বেশ বিপজ্জনক হয়ে উঠেছিলেন তিনি।
বল হাতে সফল হলেও সারের প্রথম ইনিংস ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে নামেন সাকিব। তবে উইকেটে সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৪ বল খেলে ১২ রান করে ইংলিশ স্পিনার জ্যাক লিচের শিকার হয়ে ফেরেন তিনি। দলীয় ২১৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন সাকিব।