বুবলীর ওপর বাজি ধরলেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩
শেয়ার :
বুবলীর ওপর বাজি ধরলেন নির্মাতা

প্রায় ৮ মাস নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি চিত্রনায়িকা শবনম বুবলী। বরং হাতে থাকা দুটি সিনেমা থেকে বাদ পড়ার খবর এসেছে। সবশেষ এই চিত্রনায়িকা খবরের শিরোনাম হয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়িয়ে।

এবার জানা গেল, ‘নীল টিপ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন মেহেদি হাসান। প্রযোজনায় আছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। নির্মাতা জানান, খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হবে। আর কারা অভিনয় করবেন তাও জানানো হবে।  

নির্মাতার কথায়, ‘বুবলীর সঙ্গে আমরা ছোটপর্দার একজন অভিনেতাকে নিতে চাই। এখনও চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না। তবে ছবির গল্প বুবলীকে ঘিরেই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময়ে এসে বুবলীর ওপর বাজি ধরতে চাই।’

এরই মধ্যে কথা রটেছে, সিনেমায় বুবলীর বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে।

বুবলীর মুক্তি প্রতীক্ষিত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে সিয়াম আহমেদের সঙ্গে ‘জংলি’। অন্যদিকে হাতে থাকা এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া- দ্য লাভ ২’ সিনেমা দুটি ছেড়ে দেয়ার খবর মিলছে। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি বুবলী।