ব্যাট হাতে ব্যর্থ সাকিব, ভনের ছেলের দাপট
সারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বল হাতে দারুণ সফল সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারলেন না এই অলরাউন্ডার। মাত্র ১২ রান করেই উইকেট দিয়ে এসেছেন সাকিব।
পাকিস্তান সিরিজের পর দলের সঙ্গে দেশে না এসে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব। সেখানে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারের হয়ে একটি ম্যাচ খেলার কথা তার। সেই ম্যাচে নেমেই বল হাতে ভেলকি দেখিয়েছেন বাংলাদেশি এই স্পিনার। সমারসেটের বিপক্ষে ৩৩ ওভার ৫ বল করে ৯৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার শিকার হয়ে ফিরেছেন টম অ্যাবেল, কেসি আলড্রিস, ক্রেইগ ওভারটন ও ব্রেট র্যানডেল।
আজ ম্যাচের তৃতীয় দিনে ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে নামেন সাকিব। তবে উইকেটে সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারলেন তিনি। ২৪ বল খেলে ১২ রান করে ইংলিশ স্পিনার জ্যাক লিচের শিকার হয়ে ফেরেন তিনি। দলীয় ২১৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফেরেন সাকিব।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হওয়া সমারসেটের থেকে তখনো সাকিবের দল পিছিয়ে ১০১ রানে। সাকিবের ফেরার পর দ্রুতই আরও ৩ উইকেট হারায় সারে। ২২৮ রানের মধ্যে বেন ফোয়াকস, জর্দান ক্লার্ক ও ক্যামেরন স্টিল। ২২৮ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়া সারের হয়ে এরপর পাল্টা আক্রমণ শুরু করেন টম কারেন।
নবম উইকেটে কেমার রোচকে নিয়ে গড়েন ৫৪ রানের জুটি। যেখানে রোচের অবদান মাত্র ৫ রান। শেষ উইকেটে ড্যানিয়েল ওরালকে নিয়েও ঝোড়ো ব্যাটিং করেন কারেন। ৩২১ রানে শেষ ব্যাটার হিসেবে কারেন ফেরেন। ততক্ষণে গড়া হয়ে গেছে ৩৯ রানের জুটি। শেষ পর্যন্ত ৭৫ বলে ৮৬ রান করেন কারেন। যেখানে ৬টি চারের সঙ্গে ছিল ৮টি ছক্কার মার। তাতে ৪ রানের লিড পায় সাকিবের দল।
একটা সময় সমারসেটের লিড নেওয়ার সম্ভাবনা জেগেছিল আরচি ভনের বোলিংয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আরচি। ইনিংসে ১০২ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেছেন এই ডানহাতি অফ স্পিনার।