বোরকা বিতর্কে শিল্পকলার ডিজিকে যা বললেন বিপ্লব

বিনোদন প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭
শেয়ার :
বোরকা বিতর্কে শিল্পকলার ডিজিকে যা বললেন বিপ্লব

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদানও করেন তিনি। তবে এই পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই তাকে ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে অনেকেই অ্যাখ্যায়িত করেছেন।

অভিযোগ, নারীদের বোরকা পরা নিয়ে তার ‘আপত্তিকর’ মন্তব্য।

এবার মহাপরিচালকের প্রতি প্রত্যাশা ও কিছু পরামর্শের কথা বললেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ডতারকা বিপ্লব।

তার মতে, এমন প্রসঙ্গ অবতারণাই করে সময় ক্ষেপণ করাটাই ঠিক নয়।

সৈয়দ জামিল আহমেদের ‘হিজাব-বোরকা বির্তক’ নিয়ে প্রমিথিউস ব্যান্ডের এই গায়ক বলেন, ‘হিজাব বা বোরকা একদমই ব্যক্তিগত বিষয়। এটা হলো দাওয়াতের মতো। কেউ গ্রহণ করবে, কেউ করবে না- এটা তার ব্যক্তিগত বিষয়। সব ধর্মেই আছে সদা সত্য কথা বলিবে। আমরা কি সেটা করতে পারি? না, পারি না। আমার মধ্যে কী নাড়া দিচ্ছে, তা তো জানে না কেউ। সে কারণেই এই হিজাবের মতো বিষয় চলে আসে।’

তিনি কার্যক্রম নিয়ে বলেন, ‘জামায়াতকে নিয়ে কিছু বলতে হবে না। আপনাকে শিল্পকলার মহাপরিচালক করা হয়েছে শিল্প বা শিল্পীর জন্য। শিল্পের অর্থনৈতিক উন্নয়ন শিল্পীর পকেটে কীভাবে টাকা আসবে এটা নিয়ে চিন্তা করুন। হিজাব নিয়ে চিন্তা করার জন্য আপনাকে শিল্পকলার মহাপরিচালক করা হয়নি।’

বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও করেছেন এই ব্যান্ডতারকা। তার ভাষ্য, ‘আমাদের দেশে খেয়ে-পরে টাকা বাঁচলে তবেই বিনোদনের কথা ভাবা হয়। অন্যদিকে, দেশের কোনো কিছু হলে প্রথম ধাক্কাটা লাগে শিল্পী সমাজে। এই কমিউনিটি খেয়ে আছে কিনা, কেউ জানে না। তাদের অর্থনৈতিক মুক্তির কথা ভাবুন। আপনি ঐ জায়গার মধ্যে কাজ করুন। সাপ্তাহিক ছুটির দুই দিন যেন লাগাতার মঞ্চনাটক, গান কীভাবে করা যায়, সেটা করুন। স্পন্সরদের সঙ্গে বসুন। বিনেপয়সা না, শিল্পীরা যেন ন্যায্যতা পায় সেভাবে প্রতিটি কাজ করুন।’

এক সময়ের তুমুল জনপ্রিয় এই গায়ক এখন নিউইয়র্কে ট্যাক্সি ড্রাইভ করেন। সেকথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি হয়তো বলতে পারেন, আপনি ট্যাক্সি চালান এত কথা বলেন কেন? আমি ট্যাক্সি চালাই বলেই এভাবেই কথা বলতে পারি। কারণ আমরা স্বাধীন।’

বলা দরকার, ২০২৪ সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে? এমন একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে নেটদুনিয়ায়।

খোঁজ নিয়ে জানা যায়, গেল শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন এ বর্ষীয়ান নাট্য নির্দেশক। ‘বিক্ষুব্ধ থিয়েটারকর্মীগণ’ নামে ওই প্লাটফর্ম আয়োজিত এক মতবিনিময় সভায় সমসাময়িক থিয়েটারচর্চা নিয়ে নানা কথা বলেন জামিল।

এতে জামিল আহমেদ বলেন, ‘হাজার “মালভূমি”র দেশ হোক এটা। এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে- হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক।’

শিল্পকলা একাডেমিতে জামায়াত পন্থীদেরও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, ‘শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামায়াত যেন আসে। এজন্য যে বলুক না জামায়াত- কেন ২০২৪ সালেও মেয়েদের বোরকা পরতে হবে? তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন ২০২৪ সালে শরীয়তি রাষ্ট্রব্যবস্থা দরকার? কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে। আমি যদি দৃষ্টিকে সংযত করি, তাহলে নারীকে কেন মাথায় বোরকা দিতে হবে।’

জানা যায়, সেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন তিনি। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন এই নাট্যব্যক্তিত্ব।