বিএনপি নেতার হুমকি, শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
নাটোরের বাগাতিপাড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার সীমাকে হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি নেতার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা ১১ টার দিকে বিএম ও সরকারি কলেজের সামনের প্রধান সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা ও সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন অধ্যক্ষকে ডেকে মানসিক নির্যাতন, প্রতিষ্ঠানের এ যাবতকালের হিসাব-নিকাশসহ পরিচালনা কমিটিতে তার মনোনীত ব্যক্তিদের রাখার জন্য চাপ প্রয়োগ করেন। এতে অধ্যক্ষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিচার দাবি করেন।
এ সময় বক্তব্য দেন শিক্ষক খন্দকার নাজমুল হুদা, শফিকুল ইসলাম, সুফিয়া সুলতানা, আসমা খাতুন। শিক্ষার্থীদের মধ্যে আরাফাতা হোসেন, মুন্না রহমান প্রমুখ।
পরে শিক্ষার্থীরা ‘মোশারফের বিচার চাই, বিচার চাই’ এবং ‘অধ্যক্ষ হাসপাতালে কেন, জবাব চাই, জবাব চাই’ স্লোগানে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, গত সোমবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসুন্নাহার সীমা একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে হুমকি দেওয়া, দলীয় কার্যালয়ে ডেকে কড়া ভাষায় এ যাবত কলেজের সব হিসাব-নিকাশ চাওয়া এবং বিএনপি নেতার মনোনীত ব্যক্তিকে কমিটিতে রাখার নির্দেশ দিয়ে মানসিক চাপ দেওয়ার অভিযোগ করেন। এ ঘটনায় অধ্যক্ষ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
তবে, এ ঘটনার শুরু থেকেই অভিযুক্ত বিএনপি নেতা মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা দাবি করেছেন।