ডিসি হতে না পেরে সচিবালয়ে হট্টগোল, তদন্তে কমিটি
জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়ন না পেয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ে হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার একদল কর্মকর্তা। এ ঘটনা ঘটনা তদন্তে আজ বুধবার একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বাস্থ্য সচিব এম এ আকমল হোসেন আজাদকে আহ্বায়ক করে এক সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত সোমবার ও গতকাল মঙ্গলবার মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। গতকাল ডিসি নিয়োগ দেওয়া ৩৪ জেলায়, আগের দিন দেওয়া হয় আরও ২৫ জেলায়। পরে এ নিয়ে গতকাল সচিবালয়ে হট্টগোল করেন ডিসি হতে না পারা একদল উপসচিব। তাদের দাবি, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের ‘সুবিধাভোগী’দের ডিসি করা হয়েছে। তারা আরও দাবি করেন, তারা শেখ হাসিনার সময়ে বঞ্চিত ছিলেন, এখনো বঞ্চিত হচ্ছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?