আমার কমপ্লিট শাটডাউন রিমুভ হলো: জ্যোতিকা জ্যোতি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ জামিল আহমেদ। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদানও করেন তিনি। আজ বুধবার বিকেল ৩টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এর আগে, টানা ১৩ বছর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। গেল ১২ আগস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পর অনেকবারই তাকে অপসারণের দাবি ওঠে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে, গেল বছর মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই চাপের মুখে পড়েন এই অভিনেত্রী। শিল্পকলায় তারা আনোগোনা না থাকলেও, সরব ছিলেন ফেসবুকে। কথা বলে গেছেন বিগত সরকারের পক্ষে আর অন্তর্বর্তী সরকার বিপক্ষে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তবে এবার অন্তর্বর্তী সরকারের একটি সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন জ্যোতিকা জ্যোতি। আর সেটি হলো- শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ বিষয়ক। একাডেমির মহাপরিচালক পদে সৈয়দ জামিল আহমেদকে অভিনন্দন জানিয়ে জ্যোতি ফেসবুকপাতায় লিখেছেন, ‘যোগ্য মানুষকে সঠিক জায়গায় দেখে মন ভালো হয়ে গেল! আমার কমপ্লিট শাটডাউন রিমুভ হলো!’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’