চালু হলো রেলওয়ের কল সেন্টার
যাত্রীদের ট্রেন সংক্রান্ত যেকোনো তথ্য, সেবা ও সহায়তা প্রদানের জন্য কল সেন্টার চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। তিন ডিজিটের একটি ইউনিক নম্বরে কল করে যাত্রীরা এই সুবিধা পাবেন। গতকার মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা যেকোনো নম্বর হতে ১৩১ নম্বরে কল করে রেল সংক্রান্ত তথ্য, সেবা ও সহায়তা নিতে পারবেন। নতুন একটি সেবা হিসেবে কল সেন্টার বিষয়ক আপনাদের মূল্যবান পরামর্শ রেলওয়ের এই সেবা কার্যক্রমটিকে আরও সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর গত ২৬ আগস্ট সোমবার চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল শুরু হয়। সোমবার রাত থেকে সীমিত পরিসরে ঢাকার পথে ট্রেন চলার কথা জানান পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?