আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেলেন ঢাকা কলেজের ছাত্ররা
সংঘর্ষে জেরে রাজধানীর ধানমন্ডির সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে গেছেন ঢাকা কলেজের ছাত্ররা। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরুর একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক ছাত্রকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজের ছাত্ররা লাঠিসোঁটা নিয়ে আইডিয়াল কলেজে আসেন। তারা কলেজটিতে ঢুকে ভাঙচুর চালান। পরে সায়েন্সল্যাব মোড়ের দিকে উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের একপর্যায়ে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যান ঢাকা কলেজের ছাত্ররা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, একদল ছাত্র সাইনবোর্ড তুলে নিয়ে যাচ্ছেন। সাইনবোর্ডটির সঙ্গে একটি পিলারও রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। তারা সংঘর্ষে জড়ানোদের শান্ত করার চেষ্টা চালান।
দুপুরে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?