বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে: ভারতীয় হাইকমিশনার
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাওয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি একান্তই পরিচিতিমূলক ছিল। হাইকমিশনারের আগ্রহেই বৈঠকটি হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি দুই দেশের জন্য প্রযোজ্য শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের আকাঙ্ক্ষা অর্জনের জন্য আমরা বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’