আগারওয়ালা ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯
শেয়ার :
আগারওয়ালা ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আজ সোমবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে দিলীপ কুমার আগারওয়ালা ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর মধ্যরাতে দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‍্যাব। রাজধানীর বাড্ডা থানায় মো. শাহাদাত হোসেন খান বাদী হয়ে দিলীপ কুমার আগারওয়ালার নামে একটি হত্যা মামলা করেন। মামলাটি ২৩ আগস্ট দায়ের করা হয়। মামলায় দিলীপ কুমারের বিরুদ্ধে হত্যা ও সহায়তার অভিযোগ আনা হয়। এ মামলার ২০ নম্বর আসামি তিনি। ওই মামলায় গত ৪ সেপ্টেম্বর দিলীপ কুমার আগারওয়ালার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।