শাহরিয়ার আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২
শেয়ার :
শাহরিয়ার আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তাদের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার বিএফআইইউ তাদের প্রত্যেকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে।

চিঠিতে মো. শাহরিয়ার আলম, তার দুই স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতার জাহান ও সিলভিয়া পারভীন এবং তাদের ছেলে সাদমান শাহরিয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

এ ক্ষেত্রে প্রত্যেকের পেশা, বাবা-মার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বরসহ বিভিন্ন তথ্য সংযুক্ত করা হয়েছে। প্রত্যেকের ব্যবসায়িক ব্যক্তিগতসহ সব ধরনের হিসাবের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে।