যে কারণে ১ ম্যাচের জন্য সাকিবকে দলে নিয়েছে সারে
সাকিব আল হাসান। ছবি: বিসিবি
পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। পারফরম্যান্স আহামরি না হলেও একদম মন্দ করেননি সাকিব আল হাসান, বিশেষ করে বল হাতে। স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলবেন তিনি। সিরিজ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ভারতে যাবে বাংলাদেশ দল। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশে না এসে ইংল্যান্ডে চলে গেছেন সাকিব। সেখানে কাউন্টি ক্রিকেটে এক ম্যাচ খেলবেন বাংলাদেশি এই অলরাউন্ডার। সেখান থেকেই ভারতে যাবেন সাকিব।
মাত্র ১ ম্যাচের জন্য সাকিব কেন এত দূরে যাচ্ছেন, সেটি নিয়ে প্রশ্ন আছে দর্শকদের। এছাড়া সারেই কেন এত তড়িঘড়ি করে সাকিবকে ১ ম্যাচের জন্য কেন দলে ভেড়াল? মূলত, খেলোয়াড় স্বল্পতার কারণেই সাকিবকে দলে টেনেছে সারে।
আজ টন্টনে শুরু হওয়া ম্যাচে সাকিবের সারের প্রতিপক্ষ সমারসেট। সারের বেশ কয়েকজন খেলোয়াড় ইংল্যান্ড জাতীয় দলের হয়ে শ্রীলংকার বিরুদ্ধে খেলতে ও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ক্লাবটিতে নেই। সারের এই আট ইংলিশ খেলোয়াড় হলেন– উইল জ্যাকস, ড্যান লরেন্স, ওলি পোপ, গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, স্যাম কারেন, রিস টপলি এবং জেমি ওভারটন। এছাড়া ভারতের সাই সুদর্শনও দলের সঙ্গে নেই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি সিরিজের অংশ হিসেবে দুলীপ ট্রফি খেলতে ডেকে পাঠানো হয়েছে সুদর্শনকে।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিব দলে সুযোগ পেয়েছেন মূলত সুদর্শনের জায়গায়ই। খেলোয়াড়–স্বল্পতার বিষয়টি জানিয়ে সারের ডিরেক্টর অব ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব।’ প্রসঙ্গত, এই দুই স্পিন অলরাউন্ডার হলেন- উইল জ্যাকস ও ড্যান লরেন্স।
সাকিব এক ম্যাচের জন্য সারেতে গেলেও তাকে নেওয়ার জন্য প্রাথমিক আলোচনা ছিল ৪-৫ ম্যাচের জন্য। তবে এক ম্যাচের জন্য হলেও সাকিবকে পেতে মরিয়া ছিল সারে। স্টুয়ার্ট বলেন, ‘যখন আমাদের কাছে সাকিবের মানের একজন খেলোয়াড় আনার সুযোগ হয়েছে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল। সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল যোগ করবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা।’