রোমানিয়ার আকাশে রাশিয়ার ড্রোন
রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার। রোমানিয়া জানিয়েছে, রাশিয়ার একটি ড্রোন প্রতিবেশী ইউক্রেনের উপর রাত্রিকালীন হামলার সময় তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
রোমানিয়া এ হামলা সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণ বলে মস্কোকে এটি বন্ধ করার আহ্বান জানায়। রোমানিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের দানিউব নদীর উপর দিয়ে রাশিয়া “বেসামরিক লক্ষ্যবস্তু এবং বন্দর অবকাঠামো” আক্রমণ করার সময় এই ঘটনাটি ঘটেছে।
মন্ত্রণালয়টি জানায়, রোমানিয়া তার আকাশসীমা পর্যবেক্ষণের জন্য এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে এবং নেটো মিত্রদের অবহিত রাখা হয়। রোমানিয়ার জরুরি কর্তৃপক্ষ পূর্বাঞ্চলের দুটি অঞ্চলের বাসিন্দাদের জন্য লিখিত সতর্কতাও জারি করে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, রোমানিয়ার পেরিপ্রাভা গ্রামের কাছে একটি জনবসতিহীন এলাকায় একটি ‘ইমপ্যাক্ট জোন’ থাকতে পারে। এতে আরও বলা হয়, তদন্ত চলছে।
২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছেন। মারা গেছেন অনেক বেসামরিকও। এখনো পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া। তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে। এর মধ্যে রোমানিয়া বেশ কয়েকবার এবং সম্প্রতি এই বছরের জুলাইয়ে সর্বশেষ তাদের ভূখণ্ডে ড্রোনের টুকরো নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস