ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. স্বপন (৩৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তার বাবার নাম ইদু মিয়া।
আজ সোমবার সকাল সাড়ে ৬টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারারক্ষী মেহেদী হাসানসহ কয়েকজন কারারক্ষী স্বপনকে ঢামেক হাসপাতালে আনেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বপনকে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৬টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি কী মামলায় বন্দি ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।